শহরবাসীর কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। গতকাল, অর্থাৎ শনিবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রধানত অ্যৃডেড এরিয়ায় জলের সমস্যা সমাধানে কলকাতা পুরসভা যে বড় উদ্যোগ নিচ্ছে সেটা জানিয়ে দেয়। সেই সঙ্গেই কলকাতার বিভিন্ন এলাকায় নিকাশি সমস্যার সমাধানের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সংযুক্ত এলাকায় কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে। এক্ষেত্রে ৭০০ কোটি টাকা ব্যয় করে সমস্যার সমাধান করা হবে। বেহালার জল সমস্যা মেটাতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেকথা তুলে ধরেন তিনি। মেয়র জানিয়েছেন, ৭০০ কোটি টাকা ব্যয় করে জল সমস্যার সমাধান করা হবে। বেহালার জল সমস্যা মেটাতে গার্ডেনরিচ থেকে জলের পাইপ লাইন মহেশতলার দিক থেকে নিয়ে গিয়ে দক্ষিণ বেহালার ওয়ার্ডগুলিতে দেওয়া হবে।
পাশাপাশি, যাদবপুরের সংযুক্ত ওয়ার্ডগুলিতে পানীয় জলের সমস্যা মেটাতে ঢালাই ব্রিজের কাছে একটি জল প্রকল্প তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র। তবে সেই সঙ্গেই মেয়র জানিয়ে দিয়েছেন ৭০০ কোটি টাকায় শুধু যে সংযুক্ত এলাকায় কাজ করা হবে, তেমনটা নয়। কলকাতার কোনও ওয়ার্ডে যদি জলের সমস্যা থেকে থাকে সেটাও মেটানো হবে এই টাকা থেকেই। কার্যত মূলত সংযুক্ত এলাকাগুলিতেই জলের সমস্যা মাঝেমধ্যে প্রকট হয়ে ওঠে। বিশেষত গরমকালে এই পানীয় জলের সমস্যা মারাত্মক আকার ধারণ করে। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভও দানা বাঁধে। তবে এবার কলকাতার সংযুক্ত এলাকাগুলিতেও পানীয় জলের প্রকল্পের উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য পুরদফতর।