গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। করোনার নয়া উপপ্রজাতি জেএন ১-এর প্রকোপে দেশে ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। পাশাপাশি, করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। তার মধ্যে কেরালায় পাঁচজন, কর্ণাটকে চারজন, মহারাষ্ট্রে দুইজন এবং উত্তরপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩৪ জন। পরিসংখ্যান অনুসারে সক্রিয় রোগীর সংখ্যা কেরালায় ১ হাজার ২৪৯ জন, কর্ণাটকে ১ হাজার ২৪০ জন, মহারাষ্ট্রে ৯১৪ জন, তামিলনাড়ুতে ১৯০ জন এবং ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে ১২৮ জন। এদিকে, দেশে এখনও পর্যন্ত জেএন ১-এ আক্রান্ত হয়েছেন ৫১১ জন। দেখা গিয়েছে, কর্ণাটকের বাসিন্দারাই করোনার এই নয়া সাব-ভ্যারিয়েন্টে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন।