দেশের সেরা এবং দক্ষ অভিনেতাদের অন্যতম মনোজ বাজপেয়ী। জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পীর ঝুলিতে রয়েছে ‘সত্য’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘জোরামে’র মতো ফিল্ম, ‘ফ্যামিলি ম্যান’, ‘এক বান্দা কাফি হ্যায়’-এর মতো টিভি ও ওটিটি সিরিজ। তাঁর অভিনয় তো বটেই, এই সকল সিরিজ ও সিনেমায় থাকে সামাজিক বার্তাও।
এবার কি তিনি সামাজিক কাজে যুক্ত হতে রাজনীতির অঙ্গনে প্রবেশ করবেন? আসলে, জল্পনা চলছে গত এক বছরেরও বেশি সময় ধরে। এবার শোনা যাচ্ছে, বিহারের পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী হতে পারেন এই বলিউড অভিনেতা।
এই জল্পনার শুরু হয়েছিল ২০২২-এর সেপ্টেম্বরে। বিহারে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছিলেন মনোজ বাজপেয়ী। সম্প্রতি, এক সংবাদ পোর্টাল থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, ‘পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোটের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।’ ওই একই পোস্টে আরও দাবি করা হয়েছে, পশ্চিম চম্পারন বিরোধীরা যাকেই প্রার্থী করুক না কেন, এই আসনে বিজেপিই জিতবে। বস্তুত, ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। পরপর তিনবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জয় জয়সওয়াল। এবার কি, এই আসনে গেরুয়া শিবিরকে বেগ দিতে ময়দানে নামবেন ‘ফ্যামিলি ম্যান’? প্রমাণ করবেন স্রেফ এক বান্দা কাফি হ্যায় (স্রেফ এক ব্যক্তিই যথেষ্ট)?
তাঁর রাজনৈতিক আকাঙ্খা নিয়ে এই জল্পনার গোড়ায় জল ঢেলেছেন খোদ বলি অভিনেতাই। শুধু এই জল্পনাকে নস্যাত করাই নয়, এই বিষয় নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে রীতিমতো রসিকতা করেছেন মনোজ। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি বলেছেন, “আচ্ছা একটা কথা বলুন, কে এই কথা আপনদের বলেছে? নাকি আগের রাতে কোনও স্বপ্ন দেখেছেন? বলুন বলুন!”