লোকসভা ভোটের আগে অন্ধ্র প্রদেশে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে কংগ্রেস। আজ নিজের দল নিয়ে কংগ্রেসে যোগ দিলেন ওয়াইএস শর্মিলা। ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি আজ থেকে মিশে গেল কংগ্রেসে। কংগ্রেসের হাত শক্ত করেই শর্মিলা বলেছেন, বাবার স্বপ্ন ছিল রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখা।
বাবার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই কংগ্রেসে তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াইএস শর্মিলা। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়ইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াই এস শর্মিলা। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি।
তেলেঙ্গানায় কংগ্রেসকে সমর্থন জািনয়ে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এবং তাঁর দল। তখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। কেসিআরের বিরুদ্ধে এতো লড়ইয়ের পরেও কীভাবে ভোটে লড়া থেকে সরে দাঁড়ালেন তিনি এবং তাঁর দল। তার ব্যাখ্যায় শর্মিলা জানিয়েছিলেন যে ভোট ভাগ হয়ে যেতে পারে সেকারণেই তিনি এবং তাঁর দল বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছেন না। কংগ্রেসকে সমর্থন করবেন তিনি এবং তাঁর দল।
তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পরেই কংগ্রেসে নেতা ডিকে শিবকুমারের সঙ্গে শর্মিলার বৈঠক সেই জল্পনার পারদ আরও কয়েকগুণ বাড়িয়েছিল। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল যে তিনি কংগ্রেসে যোগ দেবেন। সেই জল্পনাকে সত্যি করেই অবশেষে দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিলেন শর্মিলা। এবং নিজের দলকেও মিশিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে।