মোদী জমানায় যেভাবে ‘আচ্ছে দিন’ এসেছে বিজেপি নেতা-মন্ত্রী থেকে শুরু করে মোদী ঘনিষ্ঠ শিল্পপতিদের, সেভাবে ‘বিকাশ’ হয়নি দেশের। যেমক্ন বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নামই নেই ভারতের একটি প্রতিষ্ঠানেরও। এ নিয়ে এবার খেদ প্রকাশ করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মু।
সোমবার আইআইটি খড়গপুরের ৬৯তম সমাবর্তন অনুষ্ঠানে খেদের সুরে তিনি বলেন, ‘বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেশের একটি প্রতিষ্ঠানেরও নাম নেই। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।’ শিক্ষার মানোন্নয়নে র্যাঙ্কিংয়ের চেয়ে ভাল শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘র্যাঙ্কিংয়ের দৌড় একটি ভাল শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ভাল র্যাঙ্কিং শুধু সারা বিশ্ব থেকে শিক্ষার্থী এবং ভাল শিক্ষকদের আকর্ষণ করে না বরং দেশের সুনামও বাড়ায়।’