সোমবার অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন পর্বের ড্র। গত বারের বিজয়ী ম্যাঞ্চেস্টার সিটি খেলবে কোপেনহাগেনের বিরুদ্ধে। ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল খেলবে পোর্তোর বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইতালির লাজিয়োর। জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিরুদ্ধে নামবে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ।
পাশাপাশি, বার্সেলোনা মুখোমুখি হবে নাপোলির। ইন্টার মিলান খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে প্যারিস সঁ জরমঁ মুখোমুখি হবে স্পেনের দল রিয়াল সোসাইদাদের। নেদারল্যান্ডসের পিএসভি আইন্দোভেনের বিরুদ্ধে খেলবে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।