আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। ফলে হাতে আর বেশিদিন নেই। এই পরিস্থিতিতে চলতি ডিসেম্বরেই শুরু হতে চলেছে ইন্ডিয়া জোটে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা।
রাজধানী দিল্লিতে ইন্ডিয়ার আগামী বৈঠক হতে চলেছে ১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যে। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় আসনরফা। বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেই তৃণমূল সূত্রে খবর। জানুয়ারি মাসে ইন্ডিয়ার আরও একটি বৈঠক ডাকা হতে পারে এবং সেখানেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।