মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে চলেছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। ডিসেম্বরেই শহরে পা রাখবেন সলমন। গত মে মাসে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করে আসেন তিনি তার পরেই আগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়ে ঘোষণা করেন যে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকবেন সলমন। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
প্রসঙ্গত, এই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, শাহরুখ খান কি উপস্থিত থাকছেন? জানা গিয়েছে, বলিউড বাদশা এখনও নিশ্চিত করেননি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় থাকবেন কিনা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের দুই মহারথীকে পাওয়া গেলে যে বাংলার দর্শক-অনুরাগীদের জন্য তা প্রবল আকর্ষণীয় হবে, তা বলাই বাহুল্য। আগামী ৫ই ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন থেকেই প্রহর গুনছেন চলচ্চিত্রপ্রেমীরা। কলকাতা চলচ্চিত্র উৎসব মানেই এককথায় চাঁদের হাট। টলিউড ইন্ডাস্ট্রি তো বটেই, উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি হাজির থাকেন আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিত্বরাও।