সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে ফের ভাঙড়ে ভাঙন আইএসএফের৷ সেখানে বুথ সভাপতি সহ প্রায় ১০০ জন কর্মী আইএসএফ ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন। ভাঙড় এক নম্বর ব্লকের ভাঙর বাজারে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিল রাজ্যের শাসক দল।
সেই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। আর তাঁর হাত ধরেই শকুন্তলা এলাকার আইএসএফ বুথ সভাপতি সহ প্রায় ১০০ জন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত বলেন, ভাঙড়ে যে সমস্ত আইএসএফের ছেলেরা ছিল, তার মধ্যে ৮০% আইএসএফের কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন।