আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২১ ও ২২শে নভেম্বর মহানগরীর বুকে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। জোরকদমে চলছে প্রস্তুতি। ভিনরাজ্যেও শুরু তোড়জোড়। উল্লেখ্য, কেবলমাত্র বাংলার শিল্প সম্ভারের প্রদর্শনীই নয়, ভিন রাজ্যের শিল্প-বাণিজ্যের প্রদর্শনীও করা হবে এবারের সম্মেলনে। দিল্লী, মুম্বই, চেন্নাই, চণ্ডীগড়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে রোড শো হচ্ছে। সম্মেলনে বিশেষ আমন্ত্রণ পাবে এই রাজ্যগুলির বণিক মহল। শুক্রবার চণ্ডীগড়ে হয়ে গেল সম্মেলন উপলক্ষে একটি রোড শো। পরে শিল্পপতিদের নিয়ে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়। ওই দেশের বণিক মহলের পাশাপাশি এ রাজ্যের শিল্পপতি এবং আমলারাও সেখানে উপস্থিত ছিল। এই আলোচনাসভাতে চণ্ডীগড়ের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে সেকথা ঘোষণা করতে পারেন তাঁরা। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর দ্বিতীয় দিন ধনধান্য স্টেডিয়ামে সমাপ্তি ঘোষণা হবে।
প্রসঙ্গত, চণ্ডীগড়ে হয়ে যাওয়া আলোচনাসভায় উপস্থিত ছিলেন সেখানকার শিল্পপতিরা। একইসঙ্গে এ রাজ্যের আমলারাও তাতে যোগ দেন। শুরুতেই প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্রের একটি ভাষণ পড়ে শোনানো হয়। বাংলা কেন শিল্পপতিদের বিনিয়োগের আদর্শ জায়গা সেকথা জানানোর পাশাপাশি তিনি ভিনরাজ্যের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানান। এদিনের আলোচনাসভায় উপস্থিত ছিলেন বাংলার কারিগরি শিক্ষা দফতরের সচিব অনুপকুমার আগরওয়াল, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল, ক্ষুদ্র-মাঝারি শিল্প উন্নয়ন নিগমের এমডি নিখিল নির্মল-সহ রাজ্যের একাধিক আমলা। পাশাপাশি ছিলেন চণ্ডীগড়ের শিল্পপতিরাও। সিমারপ্রীত সিং, সৈকত বিশ্বাস, কোমাল দসওরা, সোমেশ দাসগুপ্ত, সুচিন্ত্য পাল, দৃশমিত সিং বুটার, পরমিন্দারজিৎ কৌর-সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন আলোচনাসভায়।