বিগত ২০১৬ সাল থেকেই মদ বিক্রি এবং সেবন নিষিদ্ধ বিহারে। আর এবার সেই রাজ্যই সাক্ষী রইল এক অদ্ভুত ঘটনার। দুর্ঘটনার কবলে পড়ল মদবোঝাই গাড়ি। বেগতিক দেখে আরোহীরা চম্পট দেন। সেই সুযোগে গাড়িতে রাখা মদের বোতল হাতে তুলে নিলেন সাধারণ মানুষ। ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বিহারের গয়ায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মদবোঝাই একটি গাড়ির। দুর্ঘটনার পরেই গাড়ির আরোহীরা পালিয়ে যান। এ দিকে, দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরা এসে দেখেন, গাড়িতে কোনও আরোহীই নেই। পড়ে রয়েছে কেবল বাক্সে ভরা মদের বোতল। এরপর সেই বোতলগুলি নিয়ে হাসিমুখে এলাকা ছাড়লেন তাঁরা।
ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নিখরচায় মদ পাওয়ার লোভে লোকজন আসতে শুরু করেন গয়ার দোভি এলাকায়। স্বভাবতই তুমুল হুড়োহুড়ি শুরু হয় এলাকায়। খবর পেয়ে চলে আসে দোভি থানার পুলিশও। কিন্তু গাড়ি ঘিরে তখন এত মানুষের ভিড় যে, পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে। এদিকে কিছু ক্ষণের মধ্যেই মদের গাড়ি ফাঁকা হয়ে যায়। সেই সঙ্গে কমে আসে মানুষের ভিড়ও। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যায়। তবে, লুটের মদ হজম করলে বিপদেরও সম্ভাবনা রয়েছে। আবগারি দফতর জানিয়েছে, ভিডিও দেখে মদ লুটেরাদের শনাক্ত করা হবে। তারপর তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।