নিজেদের ‘ঢাক’ পেটানোর জন্য আগামী ২০ নভেম্বর থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ নামে একটি রোডশোর আয়োজন করেছে কেন্দ্র। এই রোডশোতে মোদী সরকারের কৃতিত্ব গ্রাম স্তরে তুলে ধরার জন্য অফিসারদের মোতায়েন করতে বলা হয়েছে৷ আলাদাভাবে, প্রতিরক্ষা মন্ত্রক ৮২২টি ‘সেলফি পয়েন্ট’ স্থাপন করছে যেখানে নাগরিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে নিজেরাই ছবি তুলতে পারবেন।
নির্দেশ দেওয়া হয়েছে যে এই সেলফি পয়েন্টগুলি ‘বিশিষ্ট স্থানে স্থাপন করা উচিত, যেখানে সর্বাধিক লোক সমাগম এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে’। যুদ্ধের স্মারক, প্রতিরক্ষা জাদুঘর, রেলওয়ে এবং মেট্রো স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, মল এবং বাজারের জায়গা, স্কুল ও কলেজ, পর্যটন গন্তব্য এবং উৎসব সমাবেশগুলি হলো সেই জায়গা যেখানে এই পয়েন্টগুলি আসছে। বিরোধীদের অভিযোগ, এই কাজ আমলাতন্ত্র এবং সামরিক বাহিনীর এই নির্লজ্জ রাজনীতিকরণের চেষ্টা।