গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোঁড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। সেই যুদ্ধ ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। চলছে মৃত্যুমিছিল। এবার যেমন গাজায় রাতভর রকেট হামলা চালাল ইজরায়েলি সেনা। এর ফলে ১৪০ জন হামাস জঙ্গি নিহত হয়েছে বলে সূত্রের খবর। শয়ে শয়ে মৃত্যু হয়েছে গাজার সাধারণ বাসিন্দাদের।
জানা গিয়েছে, রাতভর গাজার আল শাতি শরণার্থী শিবির, রাফাহ, খান ইউনিস ও জাবালিয়াতে বিমান হামলা চালায় ইজরায়েল। হামাসকে হুমকি দিয়ে ইজরায়েলি সেনা জানিয়েছে, পণবন্দিদের ছেড়ে না দিলে আরও বড় হামলা চালানো হবে গাজায়। প্যালেস্তাইনের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজ এবং দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকায় হামলার ঘটনা ঘটেছে। রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আর খান ইউনিসে শিশুসহ ২৩ জন মারা গেছে। আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি এক্স বার্তায় (টুইটার) জানান, গাজা উপত্যকায় চারশোর বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। এর মধ্যে মসজিদও রয়েছে। তিনি বলেন, হামাসের সদস্যরা মসজিদে বসে বৈঠক করছে। এ কারণে মসজিদে হামলা চালাতে হচ্ছে। এদিকে জেরুজালেমে আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইজরায়েলি সেনা। মসজিদ প্রাঙ্গনে শুধুমাত্র ইহুদিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে।