হাতে আর একসপ্তাহ বাকি নেই। আগামীকাল মহালয়া। এখন আকাশে–বাতাসে শুধুই দুর্গাপুজোর আমেজ। আর এই দুর্গাপুজোর মুখে বসতে চলেছে বিধানসভার অধিবেশন। তাও আবার একদিনের। আগামী সোমবার ডাকা হল বিধানসভার বিশেষ অধিবেশন। রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। এবার সেটা বিল আকারে পেশ করা হতে পারে। তাই এই একদিনের অধিবেশনে বলে বিধানসভা সূত্রে খবর।
এদিকে মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে হলে বিধানসভায় বিল আনতে হবে। রাজ্য সরকার চাইছে দুর্গাপুজোর আগেই মন্ত্রী–বিধায়কদের বেতন বৃদ্ধি করতে। আর তাই একপ্রকার বেনজিরভাবে দ্বিতীয়ার দিন বসতে চলেছে বিধানসভার অধিবেশন। শুধুমাত্র বিধায়কদের বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পেশের জন্যই একদিনের এই অধিবেশন ডাকা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অধিবেশনেই বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেন। সেটি আইনসিদ্ধ করতেই এই অধিবেশন ডাকা হয়েছে বলে খবর।
অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিতে বলেন মন্ত্রীদের। তার পরই ঠিক করে ফেলা হয়, আগামী সোমবার দ্বিতীয়ার দিন বিধানসভার অধিবেশন বসবে। দুটি বিলে সংশোধনী আনা হবে ওই একদিনের অধিবেশনে। এক, বিধায়কদের বেতন–ভাতা বৃদ্ধির বিল। দুই, মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য বিলে সংশোধনী। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেটা বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ছিল ১০ হাজার ৯০০ টাকা। সেখান থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। আর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা।