তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার নিউটাউনে। শহরে
নিট পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিলেন বছর উনিশের তরুণ সাজিদ হোসেন। শুক্রবার কলকাতার নিউটাউনের বাড়ির খাটের তলা থেকে মিলল তাঁর সুটকেসবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকায়। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে পড়ুয়ার ঘনিষ্ট ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সাজিদের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার ১৬ মাইল গ্রামে। নিউডাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। পরিবারের দাবি, ৪ অক্টোবর থেকে সাজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। বুধবার রাতে সাজিদের বন্ধুরাও ফোন করে তাঁদের জানান, সাজিদের খোঁজ মিলছে না। উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। বৃহ্স্পতিবার সকালেই কলকাতায় পৌঁছন সাজিদের বাবা। নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন তিনি।
এরপর তড়িঘড়ি সেই ডায়েরির সূত্রে তদন্তে নামে পুলিশ। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাজিদের বাবার মোবাইলে একটি ছবি পাঠানো হয়। পুলিশকে তিনি জানান, ওই ছবিতে দেখা যায়, সাজিদের মুখে সেলুটেপ লাগানো রয়েছে। মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। কিছুক্ষণ পর ডিলিট করে দেওয়া হয় সেই ছবি। তদন্তে নেমে শুক্রবার সকালে নিউটাউনের যে ভাড়াবাড়িতে সাজিদ থাকত, তার খাটের তলায় রাখা সুটকেস থেকে উদ্ধার হয় পড়ুয়ার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, খুন করা হয়েছে ওই পড়ুয়াকে। কে বা কারা খুন করল, খুনের উদ্দেশ্য কী, সেসব জানতে ইতিমধ্যেই পড়ুয়ার ঘনিষ্ট ৪ জনকে আটকে করে পুলিশ জিজ্ঞাসাবাদ আরম্ভ করেছে।