বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ। যার ফলে ধস নেমেছে দুই এলাকায়। এই পরিস্থিতিতে প্রায় ১৮০০ জন মানুষকে পাহাড় থেকে সরিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক, গ্রামীণ রাস্তা, সেতু ও প্রচুর বাড়িঘর। শিলিগুড়ির সঙ্গে কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল জানালেন, ধ্বসে তেমন ক্ষতি নাহলেও পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। প্রত্যেক দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে, কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। বিধ্বস্ত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে