আগামী ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে জি-২০ শীর্ষ সম্মেলন। যেখানে উপস্থিত থাকবেন প্রায় ২৫টি দেশের শীর্ষ নেতা থেকে শুরু করে উচ্চপদস্থ কূটনীতিক ও আমলারা। যা নিয়ে সাজ সাজ রব গোটা রাজধানী জুড়ে। তবে বৈঠকের আগের দিন রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে আমন্ত্রণ জানানো হল না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। সরকারি সূত্রের খবর, কোনও রাজনৈতিক দলের নেতাকেই ডাকা হয়নি ওই বৈঠকে।
জি-২০ বৈঠকের আগে শনিবার রাতে সব রাষ্ট্রনেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করছেন রাষ্ট্রপতি। তাতে আমন্ত্রণ জানানো হয়নি মল্লিকার্জুন খাড়গেকে। তাৎপর্যপূর্ণভাবে খাড়গে কংগ্রেস সভাপতি হওয়ার পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতাও বটে। সেদিক থেকে বিচার করলে তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান। তা সত্ত্বেও তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়ে প্রশ্ন উঠছে। তবে খাড়গে আমন্ত্রণ না পেলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সৌজন্যে আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিং এবং এইচ ডি দেবেগৌড়া।