মুর্শিদাবাদ জেলার মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এল নতুন সুসংবাদ। ব্যাপক হারে আশা কর্মী নিয়োগ করতে চলেছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগ। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। জেলা প্রশাসন সূত্রে খবর, ৪৬৭টি পদে আশাকর্মী নিয়োগ হবে। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে এই নিয়োগগুলি করা হবে। এই নিয়োগ হবে বহরমপুর, কান্দি, জঙ্গিপুর, লালবাগ ও ডোমকল মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত থেকে বিবাহবিচ্ছেদ হয়েছে এমন মহিলারাই। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জায়গার বাসিন্দা হতে হবে। ৩০ থেকে ৪০ বছর বয়সীরা এই পদে আবেদনের যোগ্য।
পাশাপাশি, বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক হতে হবে। শুধুমাত্র অনলাইন মাধ্যমে ইচ্ছুকরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। www.murahidabad.nic.in এবং https://asha.recruitmentmurshidabad.in – এই ওয়েবসাইটে ঢুকে হোম পেজ আপনাকে ক্লিক করতে হবে ‘রিক্রুটমেন্ট’ অপশনে। সেখানে দেখা যাবে এই বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে জমা করতে হবে প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র। আবেদন জানানোর শেষ তারিখ ২৫শে সেপ্টেম্বর। মুর্শিদাবাদের প্রশাসনিক ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্ত উল্লেখ রয়েছে। এছাড়াও আরও আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে এই ওয়েবসাইটে। সেই বিজ্ঞপ্তি দেখে নির্দিষ্ট সময় ও তারিখে মুর্শিদাবাদ জেলা বিভিন্ন মহকুমা ও সদর মহকুমা অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হতে হবে আবেদনকারীদের।