অসুস্থতার কারণে পুরো এশিয়া কাপ প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। ভাইরাল জ্বর হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি তিনি। শুরুতে জানা গিয়েছিল প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। এখন জানা গেল, গোটা প্রতিযোগিতাতেই পাওয়া যাবে না তাঁকে। বাধ্য হয়ে বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটনের বদলে এশিয়া কাপে যাচ্ছেন আনামুল হক। বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। এনামুল এখনও পর্যন্ত ৪৪টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১২৫৪ রান করেছেন। গড় ৩০.৫৮। তিনটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর। শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছেন ভারতের বিরুদ্ধে, গত ডিসেম্বরে এক দিনের সিরিজে। তিনটি ম্যাচে মোটে ৩৩ রান করেছিলেন তিনি। পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দল থেকে বাদ পড়েন তিনি।
এরপর ঢাকা প্রিমিয়ার লিগে পুরনো ফর্মে পাওয়া যায় আনামুলকে। আবাহনীর হয়ে খেলেছিলেন প্রতিযোগিতায়। ১৬টি ম্যাচে ৮৩৪ রান করেন। তিনটি শতরান রয়েছে তাঁর। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। ঘরোয়া ক্রিকেটের ফর্মই যে জাতীয় দলে আনামুলকে ফিরিয়েছে তা স্বীকার করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। “ও ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে ভাল ফর্মে ছিল। লিটন দলে না থাকায় টপ অর্ডারে একজন ভাল ব্যাটার দরকার ছিল যে কিপিংও করতে পারে। তাই আনামুলকে সুযোগ দেওয়া হয়েছে”, জানিয়েছেন মিনহাজুল।
