ক্লাসের মুসলিম পড়ুয়াদের চড় মারতে হিন্দু শিশুদের প্রশ্রয় দিচ্ছেন এক শিক্ষিকা। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের এক স্কুলের এই ঘটনায় উঠেছে বিতর্কের ঝড়। ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। যদিও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই শিক্ষিকা ক্লাসের পড়ুয়াদের বলছেন, ‘আমি ঘোষণা করছি যে ক্লাসে যত মহামেডন বাচ্চা আছে তাদেরকে যেন একটা করে চড় মারা হয়।’
এদিকে এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ করেছেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। এদিকে এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হতেই পুলিশ এর তদন্তে নেমেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, যে শিশুটিকে মারা হয়েছিল, সে নাকি নামতা মুখস্ত বলতে পারেনি।
এদিকে ঘটনা প্রসঙ্গে মুজাফফরনগর পুলিশ এক ভিডিয়ো বার্তায় বলেছে, ‘ভিডিয়োটিতে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আমরা স্কুলের অধ্যক্ষের সাথে কথা বলেছি। জানা গিয়েছে, সেই মহিলা শিক্ষিকা ক্লাসে বলেছিলেন, যে মুসলিম ছাত্রদের মা তাদের পড়াশোনার দিকে নজর দেননি, তারা ভালো পারফর্ম করতে পারে না। এদিকে যে ব্যক্তি এই ভিডিয়োটি রেকর্ড করেছেন, তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন।’
ভাইরাল হওয়া ভিডিয়োতে সেই শিক্ষিকাকে বলতে শোনা গিয়েছে, ‘এই তুমি কী মারছ এটা। জোরে মারো আরও। চলো, আর কার নম্বর আছে এরপরে।’ এরপর দেখা যায়, অন্য এক পড়ুয়া এসে সেই মুসলিম ছাত্রকে মেরে যায়। এরপর সেই শিক্ষিকা নির্দেশ দেন, যাতে সেই মুসলিম পড়ুয়ার কোমরে মারা হয়।