লোকসভা ভোটের আগে শনিবার এক প্রস্থ মোদী-মমতা দ্বৈরথ দেখেছে বাংলা। সেদিন কোলাঘাটে পঞ্চায়েতি রাজ সম্মেলন করেছিল বিজেপি। তাতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তৃতায় মোদী বলেছিলেন, ‘আসামের গুয়াহাটি থেকে বাংলার কল্যাণী, ঝাড়খণ্ডের দেওঘর থেকে বিহারের দ্বারভাঙা পর্যন্ত এমন সুপরিকল্পিত ভাবে নতুন নতুন এইমস হাসপাতাল খোলা হয়েছে, যাতে চিকিৎসার জন্য মানুষকে হাজার হাজার কিলোমিটার দূরে যেতে না হয়।
কিন্তু প্রধানমন্ত্রী এই দাবি করলেও, দেখা যাচ্ছে দ্বারভাঙায় এইমস হাসপাতাল শুরু হওয়া পরের কথা, সেখানে একটা ইটও গাঁথা হয়নি। আর তা নিয়েই এবার সর্বভারতীয় স্তরে বিরোধী নেতারা মোদীকে কটাক্ষ করতে শুরু করেছেন। বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, কোন অদৃশ্য এইমসের কথা বলছেন প্রধানমন্ত্রী!
এইমস হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস। আগে শুধু দিল্লিতেই এই হাসপাতাল ছিল। পরে বাজপেয়ী জমানায় সুষমা স্বরাজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন গোটা দেশে আরও এইমস গঠনের প্রস্তাব করেছিলেন। তবে পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস গড়ে তোলার নেপথ্য কারিগর ছিলেন কংগ্রেসের প্রয়াত নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। মনমোহন সরকারের থেকে তা রায়গঞ্জের জন্য আদায় করে এনেছিলেন প্রিয়বাবু। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রায়গঞ্জে জমি দিতে রাজি হয়নি। রাজ্য সরকার কল্যাণীতে জমি দিতে রাজি হওয়ায় শেষমেশ সেখানেই এইমস তৈরি হয়েছে।
বিহারের দ্বারভাঙায় এইমস গড়ে তোলার কথা মোদী জমানাতেই ঘোষণা করা হয়। শনিবার প্রধানমন্ত্রী যে দাবি করেছেন তা নিয়ে তেজস্বী যাদব বলেন, বিহার সরকার ১৫১ কোটি টাকা মূল্যের জমি এইমসের জন্য বিনামূল্যে দান করেছে। সেই সঙ্গে জমিতে মাটি ফেলে উঁচু করার জন্য আরও ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু স্রেফ রাজনীতি করে তার পর কোনও কাজ এগোচ্ছে না।