পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগ বিজেপির নির্বাচন কমিটির কনভেনরের বিরুদ্ধে। জেলা সভাপতি ও জেলা কনভেনারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির বাগদা মণ্ডল ১ মণ্ডল সভাপতি সুজয় কুমার বিশ্বাস ও গাইঘাটা পশ্চিম মণ্ডল ১-এর কনভেনার শুভঙ্কর সেন। দলের এই দুর্নীতি মানতে না পেরে জেলা সভাপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন শুভঙ্কর।
তাঁর দাবি, জেলা নির্বাচনী কনভেনার রাজকুমার মিত্র মণ্ডল কনভেনারদের অন্ধকারে রেখে লেনদেন করে অনেককে প্রার্থী করেছেন।
অন্যদিকে সুজয়ের দাবি, টাকার বিনিময়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেদের প্রার্থী করেছেন জেলা সভাপতি রামপদ দাস। যা তারা মানতে পারছেন না। দলকে বার বার জানিয়েও কোন লাভ হয়নি বলে জানান সুজয়।
সুজয়ের সুরের সুর মিলিয়েছেন, বাগদা পঞ্চায়েত সমিতির বিদায়ী বিরোধী দলনেত্রী ইন্দ্রিরা দাস ও রণঘাট পঞ্চায়েতের বিদায়ী দলনেত্রী রিম্পা ঘোষ। দল বাঁচাতে তারা নরেন্দ্র মোদীর ছবি সঙ্গে নিয়ে নির্দলে দাড়িয়েছেন দাবি তাদের। মোদির ছবিকে সামনে রেখে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী বলে তারা প্রচার করছেন।