অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয় বালেশ ধনকর। সিডনিতে পাঁচজন কোরিয়ান মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মাদক খাইয়ে তাদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মিডিয়া রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিককালের মধ্যে তাকে নিকৃষ্টতম ধর্ষক বলে উল্লেখ করা হয়েছে।
সিডনির ডাউনিং সেন্টারের ডিস্ট্রিক্ট কোর্টের জুরির তরফে বলা হয়েছে, ওই ব্যক্তির সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে। পাঁচজন কোরিয়ান মহিলাকে মাদক খাইয়ে তিনি অচৈতন্য করে ফেলেছিলেন। এরপরই তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সিডনির বিখ্যাত মর্নিং হেরাল্ড পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে।
এদিকে খবরে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি অস্ট্রেলিয়ায় বসবাসকারী ওভারসিজ ফ্রেন্ড অফ দ্য বিজেপির প্রাক্তন প্রধান। এদিকে ধর্ষণের পুরো ঘটনা তিনি বিছানার ধারে রাখা লুকানো ক্যামেরায় ও ফোনে রেকর্ডিং করেন। রিপোর্টের উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক ইতিহাসে বালেশ ধনকর সিডনির নিকৃষ্টতম ধর্ষক।
এদিকে ধনকর হলেন পেশায় তথ্য বিশেষজ্ঞ। সোমবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিকে তিনি জামিনে মুক্ত অবস্থায় থাকার জন্য আবেদন করেছেন। কিন্তু বিচারপতি মাইকেল কিং তার আবেদন শুনতে চাননি। তাকে হাতকড়া পরানোর নির্দেশ দেন।