নতুন নজির গড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। ফের তাঁর মুকুটে যোগ হল সেরার পালক। এবার টাইম পত্রিকার সমীক্ষা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করলেন তিনি। পিছনে ফেললেন লিওনেল মেসি, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গদের মতো তারকা ফুটবলার, মার্কিন ধনকুবেরদের। উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে কিছুদিন আগেই একটি জনমত সমীক্ষা চালু করেছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেই ভোটাভুটিতে প্রায় ১২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ৪ শতাংশ মানুষের সমর্থন পেয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তকমা পেয়েছেন শাহরুখ।
পাশাপাশি, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোনও একক ব্যক্তি নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সমস্ত মহিলারা এবং তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। সদ্য বিশ্বকাপজয়ী ফুটবল মহাতারকা লিওনেল মেসি পঞ্চম স্থান পেয়েছেন। তালিকায় আরও যেসব নাম রয়েছে, তাঁরাও নেহাত অনামী নয়। বিশ্বের সেই প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন সেরিনা উইলিয়ামস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্করাও।
