শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে অবসরপ্রান্ত বিচারপতি এএম সাপ্রে ছয় সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন। কমিটির বাকি পাঁচ সদস্য হলেন ওপি ভাট, বিচারপতি (অবসরপ্রাপ্ত) জেপি দেভদত্, কেভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমশেখর সুদর্শন।
কমিটিকে চারটি বিষয় খতিয়ে দেখে দু’মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে শীর্ষ আদালত। তারমধ্যে অন্যতম হল, আদানি গোষ্ঠী বা অন্যান্য সংস্থাগুলির সঙ্গে সিকিউরিটিজ মার্কেট সম্পর্কিত আইন লঙ্ঘন এবং তা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থার কোনও ব্যর্থতা ছিল কিনা। এক কথায় সরকারি সংস্থা সেবি বা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের ভূমিকা খতিয়ে দেখবে অনুসন্ধান কমিটি। তবে আদানি-কাণ্ড নিয়ে সেবির নিজস্ব তদন্ত যেমন চলছে তা চলবে।
আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তারমধ্যে একটি মামলায় দাবি করা হয়েছিল আদানিদের নিয়ে খবর প্রকাশে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। শুনানি চলাকালেই প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন আদালত এমন নিষেধাজ্ঞা জারির পক্ষপাতী নয়। মামলায় মূল দাবিটি ছিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ভিত্তিতে আদানিদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং বিনিয়োগকারী সংস্থাগুলির ভবিষ্যৎ খতিয়ে দেখা।