এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিন কাউ হাগ ডে তথা গরুকে আলিঙ্গন দিবস পালনের আবেদন জানিয়েছিল কেন্দ্রের পশুকল্যাণ বোর্ড। তারপরেই শুরু হয়েছিল বিতর্কের ঝড়। যদিও বিতর্কের মুখে শেষমেষ সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেই বোর্ড। তারপরেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে অখিল বললেন, “ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আঁকড়ে ধরে ভালোবাসতে গিয়েছিলেন মোদী। গরু ভয় পেয়ে তাঁকে গুতিয়ে দিয়েছে।”
উল্লেখ্য, ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে আলিঙ্গন দিবস পালন করা নিয়ে সমালোচনার ঢেউ উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও শেষমেষ সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় পশুকল্যাণ বোর্ড। তবে এ নিয়ে এখনও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। বৃহস্পতিবার এক জনসভায় অখিল গিরি বলেন, “প্রধানমন্ত্রী গরুকে আঁকড়ে ধরে ভালোবাসা দেখাতে গিয়েছেন। গরু গুঁতিয়ে দিয়েছে। ভাগ্যিস ষাঁড়কে ধরেননি, ষাঁড় গুঁতিয়ে দিলে পেটে লেগে যেত।” এদিনের জনসভায় অখিল সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। সেই সভা থেকে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন। পাশাপাশি ইডি, সিবিআইকে শুভেন্দুর ঘরে তল্লাশি চালানোর পরামর্শও দেন অখিল গিরি।