জনসাধারণের মাথাব্যথা বাড়িয়ে ফের বাড়ল সোনার দর। নতুন বছর থেকেই দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই ধারা অব্যাহত রেখে শনিবারও দাম বাড়ল হলুদ ধাতুর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। তবে এ দিন সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭২,৬০০ টাকা। শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম নিম্নরূপ :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৬৫ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,১২০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৬৫০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৬,৫০০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৪৪ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৯৫২ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৪৪০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৪,৪০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৬০০ টাকা।
প্রসঙ্গত, চলতি বিয়ের মরশুমে বেড়েই চলেছে সোনার দাম। গত বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৮ হাজার ছুঁই ছুঁই ছিল সোনার গয়না। তবে গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল ৬৬০ টাকা। তারপর আবার শনিবার আবার দাম বাড়ল সোনার। তবে এ দিন অপরিবর্তিত রয়েছে রুপোর দর। শনিবাপ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯২৮.০৮ মার্কিন ডলার। গতকালের থেকে তা সামান্য বেশি রয়েছে। ফলে দেশীয় বাজারেও দাম বেড়েছে হলুদ ধাতুর। পাশাপাশি, শনিবার এই প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৩১.৭৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১১ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম হ্রাস পেয়ে ৫৫.৯০ টাকা হয়েছে।