বদল গেল দিনক্ষণ। সামনেই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন। যার জেরে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন পরিবর্তন করা হল ২৭শে ফেব্রুয়ারির বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১লা মার্চ। বৃহস্পতিবার বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত। বোর্ডের তরফে এ-ও জানানো হয়েছে, পরীক্ষার স্থান এবং কাল অপরিবর্তিত থাকবে। পাশাপাশি, বাকি পরীক্ষার দিনগুলিতেও কোনও বদল হয়নি বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
প্রসঙ্গত, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর প্রকাশ্যে আসে যে, ওই দিনই রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। গত ২৯শে ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। পর পর তিন বার ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন সুব্রতবাবু।