ফের জনরোষের সম্মুখীন হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার চাকলাধামে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে উদ্দেশ্য করে প্রবল বিক্ষোভ দেখানো হল। দিলীপের গাড়ি ঘিরে উঠল ‘জয় বাংলা’, ‘গো ব্যাক’ স্লোগান। শনিবার সন্ধেবেলা এই ঘটনা ঘিরে উত্তাপ ছড়াল দেগঙ্গার চাকলায়। ইতিমধ্যেই এ নিয়ে বিজেপি-তৃণমূল তরজা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বিজেপি নেতার দাবি, এটা অসামাজিক কাজ।
এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন তিনি। দিলীপের অভিযোগ, এদিন তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’, ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগানের মুখে পড়েন বিজেপির দিলীপ ঘোষ। শনিবার দত্তপুকুর এবং হাবড়ায় দলীয় কর্মসূচী ছিল দিলীপ ঘোষের। এরপর সন্ধ্যায় চাকলার লোকনাথ মন্দিরে পুজো দিতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে পুজো দিয়ে গাড়ি নিয়ে বেরোনোর সময় স্লোগানের মুখে পড়েন বিজেপি সাংসদ।