তিহার জেলে অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। সেখানে অপরাধীরা সবরকম সরঞ্জাম আমদানি করে রাজত্ব চালাচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই মত তিহার জেলে হানা দিয়ে প্রচুর পরিমাণে এমন সব সামগ্রি উদ্ধার হয়েছে যেগুলো বন্দিরা ব্যবহার করতে পারে না। উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ছুরি, মোবাইল ফোন, ইলেকট্রিক রুম হিটার, মোবাইল ফোনের চার্জারের মত সামগ্রি।
তিহার জেলে আচমকা হানা দিয়ে উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ৯ টি মোবাইল ফোন, দুটি ছুরি, একটি ইলেকট্রিক রুম হিটার, ৭টি হাতে তৈরি রুম রুম হিটার, একটি মোবাইল ফোনের চার্জার, ২ টি পেনড্রাইভ, এবং ২ টি ইলেকট্রিক কেটলি। এই সমস্ত সামগ্রির জোগান কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তিহার জেলে সবরকম নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, তিহার জেল ভারত তথা এশিয়ার বৃহত্তম জেল। ১০ হাজার বন্দির থাকার ব্যবস্থা রয়েছে তিহারে। ৮ এবং ৯ নম্বর সেল থেকে এই বিপুল পরিমাণে সরঞ্জম উদ্ধার হয়েছে।
তিহার জেলে রাখা হয়েছিল নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। এছাড়াও লিভ ইন সঙ্গীকে খুন করা আফতাবকে এই তিহার জেলে রাখা হয়েছে। গতমাসে আফতাবের জেলে দাবা খেলার ভিডিও সামনে আসে। জেলে আফতাবের সময় কাটছে দাবা খেলে। জেল কর্তৃপক্ষ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, জেলে শান্তই রয়েছে আফতাব। বেশিরভাগ সময়ে নিজেকে ব্যস্ত রাখে সে।