প্রতিবারই নতুন বছরের শুরুতে ‘বর্ষসেরায় বর্ষশুরু’ অনুষ্ঠান আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন(ডব্লিউবিএফজেএ)। এবারও নতুন বছরের শুরুতেই সিনেমা জগতের বর্ষসেরাদের পুরস্কৃত করতে চলেছে তারা। আগামী ৮ জানুয়ারি শহরের প্রেক্ষাগৃহে হতে চলেছে সেই অনুষ্ঠান। আর যেখানেই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়কে। তিনি এই সম্মাননা গ্রহণ করবেন বলেও কথা দিয়েছেন আয়োজকদের।
মঙ্গলবার বিকেলে রবীন্দ্র সদনের কাছে রোটারি সদনে তাদের নমিনেশন ঘোষণা করে ডব্লিউবিএফজেএ। যেখানে চলতি বছরের ১১১টি ছবি থেকে বাছাই করে নেওয়া হয়েছে সেরাদের। এবং সেই নমিনেশন তালিকা প্রকাশের পরই আলাদা করে ঘোষণা করা হয় ধৃতিমানবাবুর নাম। আয়োজকদের তরফে সংগঠনের সেক্রেটারি শ্রী নির্মল ধর জানান, ‘চলচ্চিত্র জগতে ধৃতিমান চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। সে কথা মাথায় রেখেই এবছরের সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়া হবে পর্দার ‘প্রোফেসর শঙ্কু’র হাতেই।’ তিনি জানান, ধৃতিমানবাবু এই সম্মান গ্রহণ করবেন বলে কথা দিয়েছেন। আগামী ৮ জানুয়ারি তিনি গোয়া থেকে এসে সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।