সামনেই বড়দিন। ক্রিসমাসের আগেই সুখবর এল কলকাতাবাসীর জন্য। বড়দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা। এবার বড়দিন রবিবার। ছুটির দিনে এমনিতেই অন্যদিনের চেয়ে একটু দেরিতে শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু বড়দিনের কথা মাথায় রেখে আগামী রবিবার আগেভাগেই শুরু হয়ে যাবে মেট্রো চলাচল। মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু পরিষেবা। অন্তিম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর লাইনে সাধারণত আপ-ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো যাতায়াত করে। কিন্তু ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে চলবে মোট ২০৪টি মেট্রো। ফলে দুটি মেট্রোর মধ্যে কমবে সময়ের ব্যবধানও। ১৫ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তরই পাওয়া যাবে মেট্রো। তাই যেমন ভিড় এড়ানো যাবে, তেমন দ্রুত পৌঁছনো যাবে গন্তব্যেও। পার্ক স্ট্রিট, ময়দান, বউবাজারের মতো এলাকায় যীশুর জন্মদিনে উপচে পড়ে ভিড়। সে কথা মাথায় রেখেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একনজরে দেখে নেওয়া যাক বড়দিনের মেট্রো পরিষেবার সময়সূচি:
প্রথম মেট্রো –
সকাল ৭.৫০ মিনিট : কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
সকাল ৭.৫০ মিনিট : দমদম থেকে কবি সুভাষ।
সকাল ৭.৫৫ মিনিট : দমদম থেকে দক্ষিণেশ্বর।
সকাল ৮.০০ মিনিট : দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
শেষ মেট্রো –
রাত ২২.৩৮ মিনিট : দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
রাত ২২.৪০ মিনিট : কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
রাত ২২.৫০ মিনিট : দমদম থেকে কবি সুভাষ।
রাত ২২.৫০ মিনিট : কবি সুভাষ থেকে দমদম।