যোগী আদিত্যনাথের আমলে যেন অপরাধীদের স্বর্গ রাজ্য হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। এবার সেখানের এক থানায় চলল বন্দুকবাজের হামলা! আচমকাই থানার ভিতর ঢুকে এসে পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনায় জখম হয়েছেন এক কনস্টেবল।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তরপ্রদেশের বরেলির নাকাটিয়া পুলিশ আউটপোস্টে। ২৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত ওই আউটপোস্টটি ক্যান্ট থানার অধীনস্থ। সূত্রের খবর, শুক্রবার রাতে ওই আউটপোস্টে প্রহরায় ছিলেন কনস্টেবল বিশাল শর্মা। সেই সময় আউটপোস্টের ভিতরে ঢুকে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সে একজন সাব-ইন্সপেক্টর এর বিষয়ে জিজ্ঞাসা করে বিশালকে। তারপরেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ওই দুষ্কৃতী। তারপরেই পালিয়ে যায় সে।
ঘটনায় গুরুতর জখম হন বিশাল। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিপন্মুক্ত রয়েছেন তিনি। বরেলির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অখিলেশ চৌরাশিয়া জানিয়েছেন, আউটপোস্টের সামনে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, বাইকে চড়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুজন। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে আউটপোস্টের ভিতরে ঢুকে সটান গুলি চালায়।