রানাঘাটের সভা মঞ্চ থেকে দলের মধ্যেই শৃঙ্খলারক্ষার বিষয়ে আরও কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নদিয়ার রানাঘাটের সভা থেকে অভিষেক কার্যত সাংগঠনিক জেলায় তৃণমূলের খারাপ ফল ও কিছু নেতার কুখ্যাতি নিয়েই কথা বলেন অনেকটা৷ তারই একটা পর্যায়ে এসে দলের একাংশকে চরম সতর্কবার্তা দেন অভিষেক৷ তার পর পঞ্চায়েত ভোট নিয়েও সতর্ক করে দেন তিনি৷
সভায় তাঁতিদের অধিকারের প্রসঙ্গ বলার পরেই অভিষেক সরাসরি উপস্থিত সমর্থক ও জনতাকে বলেন, ‘আপনারা কী পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির প্রধানদের কাজে খুশি?’ সমবেত জনতা ক্ষীণ স্বরে হলেও প্রথম জানান দেয়, না৷ তার পর অভিষেক অভয় দিয়েই বলেন, ‘মঞ্চে যাঁরা বসে আছেন, তাঁদের চোখের দিকে নয়, আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আপনারা খুশি?’ এর পরেই সমবেত জনতা ফেটে পড়ে৷ সশব্দে জানান দেয়, ‘না’৷ তাতেই অভিষেক বলেন, ‘তা হলে আমার কাছে যা খবর আছে, তা সত্যি তো?’ সকলে এক সঙ্গে চেঁচিয়ে ওঠেন, ‘হ্যাঁ’৷
এর আগেই অবশ্য অভিষেক অন্যত্র ও এই দিনের স্বভাব থেকেও স্পষ্ট করে দিয়েছেন, এ বারে প্রার্থীতালিকায় স্থান পাবেন যোগ্যরাই৷ অভিষেক আগেই বলেছেন, ‘নিজের এলাকায় জনপ্রিয়তা ও মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস থাকলে তবেই প্রার্থী তালিকায় স্থান হবে৷ কোনও দাদা-কাকা ধরে একজনও প্রার্থী তালিকায় জায়গা পাবেন না৷’ পরে আবারও অভিষেক বলেন, ‘আমরা যদি ২০০৮ সালে সিপিএমের রক্তচক্ষুর সামনে পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেতে পারি, তা হলে এ বারে শান্তিপূর্ণ নির্বাচনে কেন আমরা জয় পাব না৷ কেউ যদি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, তা হলে এক ঘণ্টায় দল থেকে বার করব, আর দু’ঘণ্টায় প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে৷