ক্রমেই ক্ষীণ হয়ে আসছে করোনা ভাইরাসের দাপট। ফের ছন্দে ফিরেছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১২ জন। রাজ্য স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৮ হাজার ২৭৬। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বাংলা মৃত্যুশূন্য। এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৫৩০ জন।
রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৬ হাজার ৪৫৫ জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থতার হার ৯৮.৯৭ শতাংশ। একদিনে ৫ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.২২ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৯ হাজার ৭০১টি ডোজ দেওয়া হয়েছে। মোট ১কোটি ৫৩ লক্ষ ০৫ হাজার ২৮০টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে সারা বাংলায়।