সাম্প্রতিক কালে বারবারই বঙ্গভঙ্গের দাবি তুলে আসছে বিজেপি। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন পদ্ম বিধায়করা। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে বৈঠক সেরে বেরিয়ে জিসিপিএ নেতা অনন্ত মহারাজ জানিয়ে দিলেন, পৃথক রাজ্য হয়ে গিয়েছে। আর এ নিয়ে নীরবই রইলেন অমিত শাহের ডেপুটি।
শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের সঙ্গে বৈঠক শেষে অনন্ত বলেন, ‘পৃথক রাজ্য হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।’ যদিও পৃথক রাজ্যের বিষয়ে কোনও মন্তব্যই করেননি নিশীথ। তিনি বলেন, ‘অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এই বৈঠক ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ।’
এ দিকে অনন্তের সময়ের অপেক্ষা মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘অনন্ত বলছেন রাজ্য ভাগ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যাঁর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তিনি এ সব বলছেন, তিনি কিন্তু কিছুই বললেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিষয়টি অশ্বডিম্ব!’