বৃহস্পতিবার প্রতিমা নিরঞ্জনের পর এক আকস্মিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাজে কদমতলা ঘাটে। প্রতিমার কাঠামো পরিষ্কার করতে গিয়ে তার সঙ্গেই ভেসে উঠল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। এদিন পুরসভার সাফাই কর্মীরা সকাল থেকে শহরের প্রতিটি ঘাটে বিসর্জনে পর কাঠামো পরিষ্কারের কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টা নাগাদ বাজে কদমতলা ঘাটে কয়েকজন সাফাই কর্মী একটি কাঠামো জল থেকে তুলতেই ওই মৃতদেহ দেখতে পান। কাঠামোর সঙ্গেই দেহটি জড়িয়ে ছিল বলে জানা গিয়েছে।
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পশ্চিম বন্দর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। যদিও কোনও পরিচয় পাওয়া যায়নি তাঁর। বিজয়া দশমীর পর একাদশীর দিনও কলকাতা শহরের ঘাটগুলিতে চলছে প্রতিমা নিরঞ্জন। তার আগে এই ধরণের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে সাফাইকর্মীদের মধ্যে। আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঘাটগুলিতে ড্রোনের মাধ্যমে ঘাটগুলিতে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, মোতায়েন করা হয়েছে রিভার ট্রাফিক।