এবার মার্কিন মুলুকে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিখ পরিবারকে অপহরণ করে খুন করল দুষ্কৃতী। বুধবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টিতে একটি বাগান থেকে আট মাসের শিশুকন্যা-সহ পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করে মার্কিন পুলিশ।
প্রসঙ্গত, গত সোমবারই দক্ষিণ পশ্চিম সানফ্রান্সিসকোর সান জাওকুইন ভ্যালি থেকে এই পরিবারকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার শেরিফ ভেরান ওয়ারনেকে। তারপরও কেন মার্কিন পুলিশ এই ভারতীয় পরিবারকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
মার্কিন প্রশাসন সূত্রে খবর, নিহত আট মাসের শিশুকন্যার নাম আরুহি ধেরি। শিশুটির মা বছর ২৭-র জাসলিন কৌর এবং তার বাবা ৩৬ বছরের যশদীপ সিংকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। এছাড়াও ওই বাগান থেকে যশদীপের দাদা বছর ৩৯-র অমনদীপ সিংয়ের মৃতদেহও উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে মার্কিন পুলিশের অনুমান, অপহরণের পরদিনই এই পরিবারকে খুনের চেষ্টা করা হয়। যদিও ক্যালিফোর্নিয়ার শেরিফের দাবি, মুক্তিপণ আদায়ের জন্যেই অপহরণ করা হয়েছিল। যে ভয় পাচ্ছিলাম, সেই ঘটনাই ঘটেছে। দম্পতি-সহ চারজনের মৃতদেহ উদ্ধারের পর এমনই মন্তব্য করেন তিনি।