সামনেই স্বাধীনতা দিবস। কোভিড অতিমারীর জেরে গত দু’বছর স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান অনেক নিয়ন্ত্রণ রেখেছিল রাজ্য সরকার। এবছর অতিমারী শিথিল হওয়ায় রাজ্যের তরফে জাঁকজমকের সাথে স্বাধীনতা দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই দিন ১২ জন আইপিএস কে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। রেড রোড এর মঞ্চ থেকেই এই সম্মান তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি, হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার থেকে শুরু করে কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার, ডিআইজি র্যাঙ্কের দুই আইপিএস অফিসার, ডিআইজি এবং এডিজি র্যাঙ্কেরও পুলিশ আধিকারিকদের এই সম্মান তুলে দেওয়া হবে। গত কয়েক বছর ধরেই “চিফ মিনিস্টার পুলিশ মেডেল” শীর্ষক এই সম্মান আইপিএস অফিসারদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, নবান্ন সূত্র অনুযায়ী এবারের রেড রোডের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে পদযাত্রা করবেন স্কুল পড়ুয়ারা। যা এবার স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি কন্যাশ্রী,ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী মত প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে। পাশাপাশি এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের শিল্প দফতরের তরফে ও বিশেষ ট্যাবলো প্রদর্শিত হবে বলে এই সূত্রের খবর। মূলত এর মাধ্যমে রাজ্যের বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেওয়া হবে বলেই মনে করছে নবান্নের প্রশাসনিক মহল। প্রসঙ্গত সম্প্রতি মুখ্য সচিব এক প্রশাসনিক বৈঠকে স্বাধীনতা দিবসের আগেই প্রতিটি জেলায় স্বাধীনতার সংগ্রামীদের মূর্তিগুলি যাতে সংস্কার করা হয় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি জেলা গুলিকেও ইতিমধ্যেই বিশেষভাবে নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাধীনতা দিবস পালনের জন্য। কলকাতা পুলিশের তরফেও কয়েকটি ট্যাবলো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রদর্শিত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও নেওয়া শুরু হয়ে গিয়েছে। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শিত করা হবে রেড রোডে বলেই নবান্ন সূত্রে খবর। গত দুবছরের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দর্শকদের বসার জায়গা বেশি রাখা হচ্ছে বলেই জানাচ্ছে সূত্র।