এই মুহূর্তে নানান দিবসের কথা শোনা যায়। তবে ব্যাঘ্র দিবস? শুনেছে কেউ কখনও? হ্যাঁ। গতকাল, ২৯ জুলাই ছিল বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘেদের জন্যও যে একটি নির্দিষ্ট দিন আছে, তা হয়ত অনেকেরই অজানা। আর এই বাঘ দিবসের দিনই সুখবর শুনিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।’ চোরাশিকারিদের উৎপাতে ক্রমশ কমে যাচ্ছিল বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। তবে সরকার এখন বাঘেদের সুরক্ষায় জোর দিতেই সেই তাণ্ডব কমেছে। যার ফলে বেড়েছে বাঘের সংখ্যা। সুন্দরবনে গত এক বছরে ৩৮টি বাঘ বেড়েছে। বাঘেদের রেঞ্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার আলিপুরদুয়ারে বৈঠকের পর এই খবরই জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর পাশাপাশি বক্সাতেও ১১টি বাঘ রয়েছে বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয়। সম্প্রতি গোটা দেশে বাঘ সুমারি হয়ে গেছে। তার রিপোর্ট এখনো প্রকাশ করেনি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। কিন্তু এই বাঘ সুমারিতেই সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন রাজ্যের বনমন্ত্রী। শুক্রবার বক্সায় বাঘ বনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। এছাড়াও আজ, শনিবার জলপাইগুড়িতে বন দফতরের আধিকারিকদের নিয়েও বৈঠকের কথা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।
