সম্প্রতি রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড ফেরানোর অভিযোগ উঠেছে। এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে রাফ অ্যান্ড টাফ হবে রাজ্য।” জানালেন, যারা এই কার্ড ফেরাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য। এমনকী, বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালের লাইসেন্সও। বুধবার নবান্নে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। আলোচনা হয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও। তার পরই সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, মমতার কথায়, “অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না। কী কারণে তারা এই কার্ড নিচ্ছে না, তা তাদের জানাতে হবে। বিষয়টা আমরা দেখছি।” এর পরই তিনি জানান, “স্বাস্থ্যদফতরকে বলা হয়েছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে।”একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত পদ ফাঁকা রয়েছে তা দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মেলে ভিনরাজ্যের হাসপাতালে। দেখা গিয়েছে, অনেকে ভিনরাজ্যে গিয়ে এই কার্ডের সুবিধা নিয়ে চিকিৎসা করিয়েছেন। যা নিয়ে এদিন কিছুটা উষ্মা প্রকাশ করলেন মমতা। বললেন, “অনেকে এটা করছে শুনছি। গতবছর এই খাতে রাজ্যের প্রচুর টাকা বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি বলব, এটা ঠিক না। রাজ্যের টাকা রাজ্যের অর্থনীতিতে এলে ঠিক হত।”এরপরই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, “আমাদের রাজ্যে ভাল ভাল হাসপাতাল আছে। কিছু কঠিন রোগ ছাড়া সবকিছুরই চিকিৎসা হয় এখানে। ভিনরাজ্যে না গিয়ে এখানে চিকিৎসা করানো উচিত।”