নিখোঁজ কেশপুর ব্লকের আগর বুথের তৃণমূল সভাপতি আনন্দ রায়। চলতি মাসের চার তারিখ আত্মীয় বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু, এরপর নির্ধারিত গন্তব্যে পৌঁছননি তিনি। এরপরেই তাঁর খোঁজখবর করতে শুরু করে পরিবার। কিন্তু, কোনও হদিশ মেলেনি এই তৃণমূল নেতার। শেষমেশ আনন্দপুর থানার দ্বারস্থ হয়েছে এই নেতার পরিবার। তৃণমূল নেতার ছেলে রত্নদীপ রায়ের দাবি, তাঁর বাবাকে অপহরণ করা হতে পারে। অন্যদিকে, আনন্দ রায়ের স্ত্রী অরুণা রায় স্বামী নিখোঁজ হওয়া প্রসঙ্গে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ছেলের সুরেই তাঁর দাবি, ‘স্বামী হয়তো বড় কোনও বিপদে রয়েছে’।
উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখেই আনন্দপুরে একটি সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। এই বৈঠকে অন্যান্য বুথ সভাপতিরা উপস্থিত থাকলেও হাজির ছিলেন না আনন্দ রায়। জানা গিয়েছে, এলাকাতেই একটি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের কাজের সাথে যুক্ত ছিলেন আনন্দ। এদিকে এই তৃণমূল নেতার নিখোঁজ হওয়ার ঘটনায় ৬ নং অঞ্চল তৃণমূলের সভাপতিও অপহরণের আশঙ্কাই প্রকাশ করেছেন। যদিও আনন্দের কোনও রাজনৈতিক শত্রু ছিল কিনা বা অপহরণের বিষয়ে কারা যুক্ত থাকতে পারে সেবিষয়ে কোনো আলোকপাত করতে পারেনি পরিবার।
শাসকদলের তরফে অবিলম্বে নিখোঁজ নেতাকে খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতোমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এদিকে, আনন্দপুর থানার আধিকারিকরা জানাচ্ছেন, অভিযোগ পেয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।