রাজ্যসভায় মোদী সরকার জানাল, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে চাকরি না পেয়ে কিংবা ঋণগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন ২৫ হাজারের বেশি ভারতীয়। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় নির্দিষ্ট হিসাব দিয়ে বলেন, দু’বছরে চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন ৯১৪০ জন। দেউলিয়া হয়ে কিংবা ঋণের জালে জড়িয়ে আত্মঘাতী হয়েছেন ১৬ হাজার ৯১ জন। ন্যাশনাল ক্রাইমস রেকর্ডস ব্যুরো এই তথ্য দিয়েছে।
কিছুদিন আগে জানা যায়, ভারতে এখন বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এদিন মন্ত্রী রাজ্যসভায় জানান, বেকারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। অতিমহামারীর সময় তা আরও বেড়েছে। ২০২০ সালে চাকরি না পেয়ে আত্মঘাতী হয়েছেন ৩৫৪৮ জন। ২০১৮ সালে আত্মঘাতী হয়েছিলেন ২৭৪১ জন বেকার। ২০১৯ সালে ২৮৫১ জন কর্মহীন ব্যক্তি আত্মহত্যা করেন।
ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে বা দেউলিয়া হয়ে আত্মহত্যার ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। ২০১৮ সালে আত্মহত্যা করেছিলেন ৪৯৭০ জন দেউলিয়া ব্যক্তি। ২০১৯ সালে দেউলিয়া হয়ে আত্মহত্যা করেছিলেন ৫৯০৮ জন। ২০২০ সালে এই সংখ্যাটা প্রায় ৬০০ কমে গিয়েছে।ওই বছরে দেউলিয়া হয়ে আত্মঘাতী হওয়া ব্যক্তির সংখ্যা ৫২১৩।
সংসদের চলতি বাজেট অধিবেশনে একাধিক সাংসদ বেকারত্বের প্রসঙ্গ তুলেছেন। তাঁদের অভিযোগ, বাজেটে কর্মসংস্থানের কোনও ব্যবস্থা করা হয়নি। বুধবার নিত্যানন্দ রাই বলেন, সরকার নাগরিকদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে। কর্মসংস্থানেরও চেষ্টা হচ্ছে।