বৃহস্পতিবার একটি টুইট বার্তায়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতা বরুণ গান্ধী পাঁচটি রাজ্য যেখানে নির্বাচন আসন্ন, সেই রাজ্যগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড। বরুণ এই রাজ্যগুলির বেকারত্বের দিকে সকলের দৃষ্টিআকর্ষণ করেছেন তার টুইটে।
একটি জাতীয় দৈনিকের জন্য তার লেখা একটি মতামত সকলের সঙ্গে শেয়ার করে তিনি বলেছেন, ‘উন্নয়নের সমস্ত আলোচনা সত্ত্বেও, পরিসংখ্যান জানাচ্ছে যে সমস্ত রাজ্যে ভোট আসন্ন, সেই রাজ্যেগুলিতে বেকারত্ব বেড়েছে’।
বরুণ গান্ধী বলেছেন, ‘কর্মসংস্থান সৃষ্টিতে অনুপ্রেরনা দেওয়া এই সময়ের দাবি’। বরুণ গান্ধী আরও বলেন, ‘রাজনৈতিক পপুলিজমের পরিবর্তে, আমাদের জরুরীভাবে কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার দিকে মনোনিবেশ করা দরকার’।
এর আগে, উত্তরপ্রদেশে তার নির্বাচনী এলাকা পিলিভীটে দুদিনের সফরে বরুণ গান্ধী বলেছিলেন যে মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়ে চলেছে এবং বেকারত্ব দ্রুত বাড়ছে। তিনি আরও বলেন, বেসরকারিকরণের নামে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বিক্রি করা হচ্ছে।