নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরের পাশাপাশি আসানসোল পুর নিগমেরও ভোট। আর এবার আসানসোলের রাজনীতিতে একেবারে প্রথম সারির যে নামগুলি থাকছে, তার মধ্যে অন্যতম হলেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ তিনি। বর্তমানে আইএনটিটিইউসি জেলা সভাপতি। তার ওপর আসানসোল এলাকায় ঘটক পরিবারের আলাদা দাপট তো রয়েছেই। তাই এবার আসানসোল পুরভোটে ফের একবার অভিজিতের ওপর আস্থা রেখেছেন তৃণমূল নেত্রী।
প্রসঙ্গত, আসন্ন পুরভোটে আসানসোলের ৫০ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন অভিজিৎ। আসানসোলের এই ওয়ার্ডটিতে ৩৭ বছর ধরে দাপট রয়েছে ঘটক পরিবারের। তাই ভোটের আগে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। তবে তাতেও ভোটকে হালকা চালে নিচ্ছেন না অভিজিৎ বাবু। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছেন তিনি। চেলিডাঙার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। ভোট চাইছেন। তাঁদের দাবি-দাওয়ার কথা শুনছেন। সব মিলিয়ে জোর কদমে চলছে তাঁর প্রচার পর্ব। পাশাপাশি, গোটা আসানসোল জুড়েই তাঁর দাপট থাকায় শুধু নিজের ওয়ার্ডেই নয়, সেই সঙ্গে আসানসোলের অন্যান্য ওয়ার্ডগুলিতেও দলীয় সহকর্মীদের সমর্থনে প্রচারে বেরিয়ে পড়ছেন।
