সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে উইকেটের সামনে নজির গড়েছেন মহম্মদ শামি। এবার উইকেটের পিছনে রেকর্ড তৈরি করলেন ঋষভ পন্থ। সেঞ্চুরিয়নে তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার চারটি উইকেটে অবদান রেখেছেন ভারতের তরুণ উইকেটরক্ষক। সেই সঙ্গে মাত্র ২৬টি টেস্টে ১০০ শিকার হয়ে গেল পন্থের। টপকে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি এবং ঋদ্ধিমান সাহাকে।
উল্লেখ্য, ধোনি এবং ঋদ্ধির ১০০ উইকেট নিতে সময় লেগেছিল ৩৬টি টেস্ট। পন্থ সেই কাজটাই করে ফেললেন মাত্র ২৬টি টেস্টে। ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে বক্সিং ডে টেস্টে তিনটি উইকেট প্রয়োজন ছিল পন্থের। টেস্টের তৃতীয় দিন চারটি ক্যাচ ধরেন তিনি। এর মধ্যে তিনটি শামির বলে, একটি বুমরার বলে। উইকেটরক্ষক হিসাবে ধোনির দখলে রয়েছে ২৯৪টি শিকার। তাঁর পরে রয়েছেন সৈয়দ কিরমানি। তাঁর রয়েছে ১৯৮টি শিকার। কিরণ মোরে নিয়েছেন ১৩০টি, নয়ন মোঙ্গিয়া নিয়েছেন ১০৭টি। ১০৪টি টেস্ট শিকার রয়েছে ঋদ্ধির দখলে। বিগত ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় পন্থের। মাত্র তিন বছরের মধ্যে ১০০টি শিকারের কৃতিত্ব জুড়ে গেল তাঁর মুকুটে।
