বিজেপি শিবিরে বড় ধাক্কা। ভোটের মুখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর খুশবু মিত্তল। শিলিগুড়িতে বিজেপির পুর প্রতিনিধি দলের অন্যতম মুখ ছিলেন খুশবু। মঙ্গলবার বিকালে তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি।
একুশের পুরভোটে রাজ্যে পর্যুদস্ত হলেও উত্তরবঙ্গে বেশ ভালই ফল করেছে গেরুয়া শিবির। খোদ শিলিগুড়িতেই বাম দুর্গ ভেঙে বিজেপির টিকিটে জয় ছিনিয়ে বিধায়ক হয়েছেন শঙ্কর ঘোষ। পুরভোটকে সামনে রেখে ফের কোমর বেঁধে নামছে বিজেপি। আর সেই মুহূর্তেই দীর্ঘদিনের কাউন্সিলর গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যোগ দিলেন তৃণমূলে। যা বিজেপি শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
খুশবু মিত্তলের কথায়, এলাকার উন্নয়নের প্রশ্নেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, ‘দীর্ঘদিন বিজেপি করেছি। এলাকার উন্নয়ন করতে চাই। তাই দল ছাড়ছি’।
আর খুশবুর বিজেপিতে যোগদান নিয়ে তৃণমূল নেতাদের দাবি, বড় সাফল্য দলের। এর জেরে ওয়ার্ডে তৃণমূল আরও শক্তিশালী হবে। আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। পুরভোটের আগেই সেই চমক আপনারা দেখবেন, বলছেন এক নেতা।