হাওড়া পুরসভা সংশোধনী সংক্রান্ত বিল এখনও অনুমোদন করেননি রাজ্যপাল। বালি পুরসভার জন্য পৃথক ভাবে রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব আসেনি রাজ্যের তরফে। এমনটাই জানিয়েছেন তিনি। এর মধ্যেই সোমবার সকালে টুইট করে জগদীপ ধনকড় জানালেন, ২০১৫ সালের মতো হাওড়ার ৬৬ ওয়ার্ডে পুরভোট করাতে পারে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ডের সংখ্যা ৫০ এবং বালির ১৬। অর্থাৎ, দু’টি মিলিয়ে ৬৬টি ওয়ার্ড। যে সংখ্যা উল্লেখ করেছেন রাজ্যপাল। তাই আলাদা নয়, হাওড়া এবং বালি মিলিয়ে মোট ৬৬টি ওয়ার্ডেই ভোট করাতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার টুইট করে কমিশনের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন রাজ্যপাল।
টুইটে রাজ্যপাল লেখেন, ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল এখনও রাজ্যপালের বিবেচনাধীন। সরকারের কাছ থেকে কিছু তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করছেন। হাওড়া থেকে বালি পুরসভা আলাদা করার জন্য কোনও আলাদা প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়নি। তাই ২০১৫ সালের মতো রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরসভা ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে পারে’।
এত দিন হাওড়া পুরসভার অধীনই ছিল বালির এলাকা। গত নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা বিল পাশ হয়। কিন্তু রাজ্যপাল ওই বিলে সই না করার ফলে দুই কলকাতা ও হাওড়ায় একসঙ্গে পুরভোট করানো যায়নি। অন্যদিকে এদিনই রাজ্য নির্বাচন কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক রয়েছে। মূলত চারটি কর্পোরেশনের ভোট নিয়ে আলোচনা হতে পারে। তার আগেই রাজ্যপালের এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।