আতঙ্কের নয়া নাম ওমিক্রন। ইতিমধ্যেই ভারতে খোঁজ মিলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের৷ যা নিয়ে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে ক্রমশই৷ এই পরিস্থিতিতে কোভিডবিধি মেনে পুরভোটের দিনক্ষণ স্থির হয়েছে কলকাতায়। এবার প্রচার সংক্রান্ত নয়া নিয়মবিধি জারি করল নির্বাচন কমিশন। বেঁধে দেওয়া হল প্রার্থীদের প্রচারসভার সংখ্যা। দিনে তিনটির বেশি সভা করা যাবে না। বৃহস্পতিবার এ নিয়ে নতুন তথ্য জানাল কমিশন।
পুরভোটের আগে প্রচারের জন্য হাতে সময় সীমিত। তাই এতটুকুও সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। দোরে দোরে ঘুরে প্রচার চলছে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রচার। কিন্তু কোভিডবিধি মেনে প্রচারে বেশি জমায়েত করা যাচ্ছে না। তারই মধ্যে নয়া বিধি জারি রাজ্য নির্বাচন কমিশন। বলা হয়েছে, একেকজন প্রার্থী একদিনে তিনটির বেশি সভা করতে পারবেন না। বেশি জমায়েতও করা যাবে না।
অন্যদিকে, আগেই প্রচারের সময়সীমা বাড়ানো হয়েছিল। এখন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন প্রার্থীরা। তবে এই ১০ ঘণ্টায় তিনটির বেশি সভা করতে পারবেন না একজন প্রার্থী। শুধু তিনটি সভার অনুমতি দিয়েই থেমে থাকেনি নির্বাচন কমিশন। কীভাবে তা করা যাবে, তার প্রক্রিয়াও জানিয়ে দিয়েছে। প্রথমে সভার অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট থানা ও নির্বাচন কমিশনের কাছে। দুটি আবেদনপত্র দিতে হবে দুই সংস্থাকেই। এরপর থানার সঙ্গে আলোচনাক্রমে সভার অনুমোদন দেবে কমিশন।