উৎসবের মরশুমেও দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী থাকায় মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। এরই মধ্যে বৃহস্পতিবারই ১০০ কোটি দেশবাসীকে করোনা টিকা দেওয়ার মাইলফলক ছুঁয়েছে ভারত। তার পরেরদিনই ফের এক ধাক্কায় অনেকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার ২৩৬।
অন্যদিকে, দৈনিক মৃত্যু এদিন ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বেড়ে হয়েছে ২৩১ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫৩ হাজার ৪২ জন। আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ১৪ হাজার ৪৪৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৪১ জন। এদিকে, দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিল সুস্থের সংখ্যা বেশি হওয়ায় ৩ হাজারের বেশি কমেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৭৪৫ জন। যা আগের দিনের তুলনায় ৩০৮৬ কম।